ভাঙ্গায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jun 10, 2024 - 19:28
 0  4
ভাঙ্গায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

ফরিদপুরের ভাঙ্গায় জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস,এম ইশতিয়াক আরিফ সহ নেতৃবৃন্দ সম্পর্কে   মিথ্যা, বানোয়াট, অশ্লীল কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  সোমবার সন্ধ্যায় সংবাদ  সম্মেলনে আওয়ামী নেতৃবৃন্দকে জড়িয়ে অশালীন বক্তব্য  ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।  এ সময় তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে যে অপপ্রচার চালানো হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য যে, গত ০৮ জুন ভাঙ্গায় ফরিদপুর ০৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের লোকজন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মরহুম এস,এম,নুরুন্নবী সাহেবের সুযোগ্য সন্তান, এস,ইশতিয়াক আরিফ সম্পর্কে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয় এবং সভা শেষে এমপি সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করে।  বিক্ষোভ মিছিল তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন। সভায় সুচনা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম  সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ,বিজ্ঞান ও প্রযুক্তি  বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তী,যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার মাতুব্বর, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow