ভাঙ্গায় আবেশ স্মৃতি সংসদ এর উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
May 2, 2024 - 20:21
 0  5
ভাঙ্গায় আবেশ স্মৃতি সংসদ এর উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় প্রচন্ড তাপদাহে পথচারীসহ বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে একটু প্রশান্তি দিতে আবেশ স্মৃতি সংসদ এর উদ্যোগে ঠান্ডা সুপেয় পানি ও ট্যাংক মিশ্রিত লেবুর শরবত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ মে ) দুপুরে ঘন্টা ব্যাপী কাঁঠফাটা রোদ উপেক্ষা করে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া বাজার মেইন রোড ও পরিষদ সংলগ্ন অটো স্হান সহ কয়েকটি জায়গায় তৃষ্ণার্ত পথচারী,গাড়ির যাত্রী,ইজিবাইকের যাত্রী ও চালক সহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে লেবু,ট্যাঙ্ক,বরফ মিশ্রিত শরবত বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা কবি জাহিদ হাসান, মোঃ মিরাজ হোসেন,সংগঠনের সদস্য মোঃ রহিম মাতুব্বর,সাগর ফকির,হৃদয় হাসান,বাবু আকন,শাহীন শেখ,হৃদয় শেখ,হাসান শেখ,মারুফ শেখ,সৌরভ ফকির,হাফেজ সোহাগ, আকরাম, ইমরান ফকির,রোহান মাহমুদ সহ অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষী প্রমুখ। পথচারী সহ তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ সহ কল্যানমূলক কাজ করায় সুধীজনের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow