ভাঙ্গায় উই প্রকল্পের ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Sep 30, 2024 - 20:02
Sep 30, 2024 - 20:11
 0  10
ভাঙ্গায় উই প্রকল্পের ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

ফরিদপুরের ভাঙ্গায় নারীর অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে উই প্রকল্পের ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দিন ব্যাপী উপজেলার প্রশিকা উন্নয়ন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে  উপকারভোগী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভাঙ্গা  নারী সামাজিক সমিতির উদ্যোগে "উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে কর্মশালায় নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করে। এ প্রকল্পের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি এবং সমাজে, পরিবারে নেতৃত্ব প্রদানের মাধ্যমে বিভিন্ন পেশায় দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবে বলে বক্তারা উল্লেখ করেন।

নারী সামাজিক সমিতির সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বে সুমি খাতুন কনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের জেলা সমন্বয়কারী আজিম উদ্দীন। 

উই প্রকল্পের উপজেলা সমন্নয়কারী মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা জীবাংসু দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী, সমাজসেবা  কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ ইশতিয়াক আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন  ,প্রকল্পের  পদস্থ কর্মকর্তা, কর্মচারী,জনপ্রতিনিধি, উই প্রকল্পের সদস্য বৃন্দ প্রমুখ।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow