ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 25, 2025 - 22:29
 0  11
ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা আইনজীবী সমিতির ভবন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এডভোকেট মহম্মদ আবদুল মান্নান মিঞা। সাধারণ সম্পাদক পদে এডভোকেট হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে এডভোকেট বনানী দাস এবং যুগ্ম সম্পাদক পদে এডভোকেট মোঃ আব্দুল হান্নান মিলন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মোঃ একরাম আলী শিকদার। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট কাজী রাকিবুল ইসলাম ও এডভোকেট শাহ নেওয়াজ হাসান।

বিকেলে ভাঙ্গা আইনজীবী সমিতির ভবনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ একরাম আলী শিকদার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় আদালতের আইনজীবীবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘব এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow