ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. রায়হান (২২) নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা- ভাঙ্গা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। সে খুলনা জেলার তেরোখাদা উপজেলার বারাসাত গ্রামের মো. কায়েস উজ্জামানের ছেলে। নিহতের এক পরিজন জানান,রায়হান ঢাকার সাভারে লেখাপড়ার পাশাপাশি প্রাইম ব্যাংক আই হাসপাতালে চশমা মেরামতের কাজ করতেন বলে সূত্রে প্রকাশ।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল আহমেদ জানান, রায়হান মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি খুলনায় যাওয়ার সময় ভাঙ্গার তারাইল এলাকায় আসলে পেছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ছিটকে রাস্তার রেলিংয়ের লেগে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
What's Your Reaction?