ভাঙ্গায় বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাংবাদিক মুন্সী মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জোবায়দা মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান অতিথি হিসেবে কাজী জাফর উল্লাহ বলেন,তরুন এ শিক্ষার্থীরা আগামীতে পড়াশোনার মাধ্যমে দেশ ও দশের কল্যানে কাজ করবে। লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি সকলের প্রচেষ্টা চালাতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা সুস্থ জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে।এজন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে।এজন্য তিনি শিক্ষা,ক্রীড়া ও সাংস্কৃতিক পরিধি বাড়াতে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সার্বিক পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপক মজুমদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন,সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
What's Your Reaction?