ভাঙ্গায় ঐতিহ্যবাহী মালীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Feb 14, 2024 - 18:12
 0  8
ভাঙ্গায় ঐতিহ্যবাহী মালীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী মালীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোঃ মহসিন মোল্লা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর রাহাদ আনসারী,সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার দাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ। পুরষ্কার বিতরণকালে ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, শিক্ষার্থীরা  লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। কারন সুস্থ জাতি গঠনে ক্রীড়া  অগ্রনী ভূমিকা পালন করে।এজন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে।  সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য আঃ বারী মুন্সি,সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু,মামুনুর রশিদ, মোঃ সরোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ,  যেমন খুশি তেমন সাজো, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow