ভাঙ্গায় কৃষকদের নিয়ে পার্সিং উৎসব পালিত 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Mar 6, 2024 - 23:17
 0  20
ভাঙ্গায় কৃষকদের নিয়ে পার্সিং উৎসব পালিত 

ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে কৃষকদের নিয়ে পার্সিং উৎসব পালিত হয়েছে। বুধবার উপজেলার আলগী ব্লকে আনুষ্ঠানিকভাবে পার্সিং উদ্বোধন করা হয়।  উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে কৃষকদের পোকামাকড় দমনে পরামর্শ এবং ফসলের মাঠে গাছের ডাল পুতে দেওয়া হয়। এতে  ফসল উৎপাদন বৃদ্ধিতে পার্সিং বিষয়ের গুরুত্ব এবং তাদের মধ্যে সচেতনতামূলক বিষয়ক আলোচনা করা হয়। এতে জানানো হয়  ক্ষেতের পুতে রাখা গাছের ডালে বসে পাখিরা ক্ষতিকারক পোকামাকড় খেয়ে  ফেলে। এ সময় উপস্থিত  ছিলেন উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, এসএপিপিও মোঃ ইকবাল হোসেন ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মোশারফ হোসেন সহ স্হানীয় ২০ জন কূষক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow