ভাঙ্গায় গোল্ডেন লাইন ও সার্বিক পরিবহনের সংঘর্ষ-আহত-৬

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Mar 7, 2024 - 19:20
 0  37
ভাঙ্গায় গোল্ডেন লাইন ও সার্বিক পরিবহনের সংঘর্ষ-আহত-৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা- মাওয়া - ঢাকা এক্সপ্রেসওয়ের তারাইল নামক স্থানে গোল্ডেন লাইন ও সার্বিক পরিবহনের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে বড় ধরনের কোন অঘটন ঘটেনি। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

গাড়ির যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্ডেন লাইন  পরিবহনটি বেপরোয়া গতিতে চলছিল। তার পিছনেই ছিল সার্বিক পরিবহনটি। শিবচর  হাইওয়ে থানা পুলিশের একটি দল গতিবিধি অমান্য করায় সামনে দাড়িয়ে  থামাতে চেষ্টা করে। এ সময় পুলিশের নির্দেশ অমান্য করে এটি পুলিশকে এড়িয়ে রাস্তার অন্য প্রান্ত দিয়ে যাবার চেষ্টা করে। এ সময় পিছনে থাকা সার্বিক পরিবহনটির সাথে  সজোরে গোল্ডেন লাইন পরিবহনটির পিছনে ধাক্কা লাগে। 
এতে সার্বিক পরিবহনটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
দায়িত্বরত পুলিশ জানায়,বেপরোয়া গতিতে চলছিল গাড়ি দুটি। সড়কের নিয়ন্ত্রণ ফেরাতে গাড়ি দুটোকে আটকাতে চেষ্টা করলে তারা নির্দেশ অমান্য করে পালিয়ে যাবার চেষ্টা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow