ভাঙ্গায় চিকৎসা সেবা দিতে সিপিএইচডি হেলথ্ কেয়ার লিঃ এর শুভ উদ্বোধন
ফরিদপুরের ভাঙ্গায় জনগনকে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিপিইচডি হেলথ্ কেয়ার লিঃ নামে একটি আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভাঙ্গা বাজার থানারোড সংলগ্ন পদ্মা শপিং সেন্টারের ২য় তলায় স্থাপিত চিকিৎসা কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে। ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক বায়োজিদ আহমেদের সঞ্চালনায়,উপজেলা সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। অনুষ্ঠানে চিকিৎসা কেন্দ্রটির আধুনিক চিকিৎসা সরঞ্জাম, সেবা,রোগীদের সুবিধা সহ নানা বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ টিটু খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, চাঁদপুর জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক বেপারি,ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।অনুষ্ঠানেন সিপিএইচডি হেলথ কেয়ার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাদাত মাতুব্বর,ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি,সাংবাদিক রাহাত বেগ প্রমূখ।অনুষ্ঠানে প্রধান অতিথি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন,এ হাসপাতালটিতে আপনারা জনগনকে উন্নত সেবা নিশ্চিত করবেন। মানুষকে যেন দেশের বাহিরে গিয়ে চিকিৎসা না নিতে হয় আপনারা সে ব্যাপারে খেয়াল রাখবেন। এখানে আধুনিক ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। গরীর ও অসহায় মানুষ যেন স্বল্প খরচে চিকিৎসা সেবা পায় সেদিকেও লক্ষ রাখবেন। এসময় তিনি ভাঙ্গার মানুষের জন্য সেবা ও কল্যান মূলক কাজে এগিয়ে আসায় জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সালসহ তার পরিবার বর্গকে ধন্যবাদ জানান। পরে হাসপাতালের উন্নতি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ কাওসার আহমেদ।
What's Your Reaction?