ভাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে ইফতারের পূর্বে রক্তক্ষয়ী সংঘর্ষঃআহত ২০

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Mar 21, 2024 - 23:10
 0  34
ভাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে ইফতারের পূর্বে রক্তক্ষয়ী সংঘর্ষঃআহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে ইফতার পূর্বে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় মনসুরাবাদ বাজারের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। 
খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গত এক সপ্তাহ আগে মনসুরাবাদ গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্র সাজ্জাদের সঙ্গে খাপুরা গ্রামের বাইজিদ নামের একজনের কথা কাটাকাটি হয়। বিষয়টি সেসময় এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ মাতুব্বররা মীমাংসা করে দেন।  বৃহস্পতিবার ইফতারের  পূর্বে সাজ্জাদ খাপুরা এলাকায় গেলে বাইজিদের লোকজন তার উপর  হামলা চালায় । বিষয়টি ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময়  এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়‌। সংঘর্ষ চলাকালে সুযোগসন্ধানী কিছু মানুষ মুনসুরাবাদ বাজারের দোকানপাট ভাঙচুরসহ মালামাল লুটে নেয়।

 এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ইফতারের আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow