ভাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত   

সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
Oct 2, 2024 - 20:15
 0  2
ভাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত   

ফরিদপুরের ভাঙ্গায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বুধবার (২ অক্টোবর) বেলা ১১ টার দিকে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি  ও ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিতর্কের বিষয় 'দুর্নীতি রোধে কেবল কঠোর আইন নয়, চাই সামাজিক আন্দোলন । ' বিতর্কের পক্ষে ভাঙ্গার ইকামাতেদ্বীন  মডেল কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা, বিপক্ষে ভাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ  কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত -এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ- সহকারী পরিচালক মো. খালিদ হোসাইন, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এ্যাপলো নওরোজ  প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন।বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন ভাঙ্গা মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক দিলীপ দাস। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির ভাঙ্গা উপজেলা শাখার সহসভাপতি এ্যাপোলো নওরোজ, ভাঙ্গা মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্র দাস ও বাংলা বিভাগের শিক্ষক অজয় কুমার দাস। প্রতিযোগিতায় ভাঙ্গা সরকারি  পাইলট উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়।

বক্তারা তাদের বক্তব্যে সমাজের দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চায় করার আহ্বান জানান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow