ভাঙ্গায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরাঃ বদলে গেছে চিত্র 

সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Aug 16, 2024 - 16:29
 0  3
ভাঙ্গায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরাঃ বদলে গেছে চিত্র 

ফরিদপুরের ভাঙ্গায় দেয়ালে দেয়ালে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে বদলে গেছে সার্বিক চিত্র। ভাঙ্গা ভূমি অফিস সংলগ্ন, উপজেলা চত্বর, কে,এম কলেজ চত্বর,বিভিন্ন বিদ্যালয় চত্বর,মালীগ্রাম হাইওয়ে সড়ক সহ বিভিন্ন জায়গায়  দেয়ালগুলোতে যেখানে আগে বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, আর এখন সেই দেয়ালগুলোতেই শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। সেগুলো এখন নতুন রূপে সেজেছে। আর এ দৃশ্য দেখে আগত পথচারী  ও সৌন্দর্য্য পীপাসুরা শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছেন। মুগ্ধের পানি লাগবে পানি,আবু সাঈদের প্রতিবাদী চিত্র, ‘বল বীর, বল বীর বল উন্নত মম শির’, ‘আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করব’, এমন নানা প্রতিবাদী শোভা আর আলপনায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে  শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলার  বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়াল গুলোেতে।  উপজেলার বিভিন্ন স্কুল কলেজ  ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিশেষ করে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,ভাঙ্গা মহিলা কলেজ,কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থী গত কয়েকদিন ধরে এসব কাজ করছে ।  শিক্ষার্থীদের হাতের তুলিতে  কালো, সাদা, লাল, নীল, হলুদসহ  রঙের মিশ্রনে তুলে ধরা হচ্ছে সমসাময়িক নানা চিত্র ! প্রতিটি ক্যালিগ্রাফির আঁচড়ে যেন ফুটে উঠছে এক নতুন বাংলাদেশের প্রত্যাশা। বিভিন্ন বয়সের ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাদের নেই কোন পূর্ব অভিজ্ঞতা, তাদের হাতেই ফুটে উঠছে রঙিন ক্যানভাস।  এর মধ্যে সিংহভাগই নারী শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেক শিক্ষার্থীর চোখে মুখে ছিল অদম্য ইচ্ছার বহিঃপ্রকাশ। তারা একটি সম্ভাবনাময়,নতুন বাংলাদেশ দেখতে চায়। সেখানে থাকবে বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত সমৃদ্ধময় এক বাংলাদেশ।  যেখানে কেউ আর নিষ্পেষিত হবেনা। তাদের এই ইচ্ছারই যেন ফুঁটে উঠেছে ক্যানভাসে তাদের নিখুঁত তুলির আছড়ে।  শিক্ষার্থী হোমায়রা আক্তার তার অভিজ্ঞতা জানিয়ে বলেন,আন্দোলন করতে গিয়ে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। এজন্য অনেক রক্ত দিয়েছি। শিক্ষার্থী কবিতা,জান্নাত তামীম বলেন,আমরা আমাদের আন্দোলনে নিহতদের স্মরন করার পাশাপাশি একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ  গড়ার যে স্বপ্ন ছিল তার প্রতিফলন ঘটাতে আমরা কাজ করে যাচ্ছি।। দেয়ালের চিত্রে তাদের স্বপ্নগুলো তুলে ধরছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow