ভাঙ্গায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত
ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শেষে শ্রমিকদের দাবী আদায়ের জন্য জীবন উৎসর্গকারী শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের প্রথমেই ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংগঠনিক সম্পাদক সামসু মাতুব্বর সংগঠনের উপদেষ্টা , সাংবাদিক আঃ মান্নান,আকরাম হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?