ভাঙ্গায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত
ফরিদপুরের ভাঙ্গায় প্রশাসনের উদ্যোগে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মনোগ্ধ ডিসপ্লে প্রদর্শন, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস. এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত- এ খুদা ও থানা অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ।
What's Your Reaction?