ভাঙ্গায় পরকীয়ার বলি- ১৬ লাখ টাকা নিয়ে বোনের স্বামীর হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

প্রবাসী তৌফিক ফকির প্রায় ১৫ বছর আগে বিয়ে করেছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে। তাদের সংসারে জন্ম নেয় দুটি সন্তান, এবং দিনগুলো কাটছিল শান্তিপূর্ণ। কিন্তু সেই সুখ স্থায়ী হয়নি।
নিজের বোন জামাই রফিকুল ইসলাম ফয়সালের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে নুসাইবা। তৌফিক ফকির প্রবাসে থাকাকালে শ্বশুরবাড়িতে এসে ফয়সাল ও নুসাইবার মাঝে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তৌফিকের প্রবাসে থাকার সুযোগে ৩১ মার্চ ২০২৫ তারিখে নুসাইবা স্বামীকে নেশাদ্রব্য খাইয়ে ১৬ লাখ টাকা এবং আট ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে পরকীয়া প্রেমিক ফয়সালের হাত ধরে উধাও হয়ে যায়।
এ ঘটনায় তৌফিক ফকির সংবাদমাধ্যমের কাছে আবেগাপ্লুত হয়ে অভিযোগ করেন। তিনি জানান, তার ১২ বছর বয়সী ছেলে সৌরভ এবং ৬ বছর বয়সী কন্যা তানহা মায়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছে। ছোট বোন ঝর্ণা আক্তারও এই ঘটনার পর স্তম্ভিত।
স্থানীয় ইউপি সদস্য সারে ব্যাপারী জানিয়েছেন, এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে এবং দুটি পরিবারে বিভ্রান্তি ও অশান্তি তৈরি হয়েছে।
এ ঘটনায় তৌফিক ফকির ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানিয়েছেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






