ভাঙ্গায় প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সরিষা বীজ-সার পেল ১৫'শ কৃষক 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Oct 31, 2024 - 16:40
Oct 31, 2024 - 16:44
 0  46
ভাঙ্গায় প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সরিষা বীজ-সার পেল ১৫'শ কৃষক 

ফরিদপুরের ভাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে গম,ভুট্টা,সরিষা,চিনাবাদাম, মসুর,মুগ,শীতকালীন পেয়াজ ও খেসারী ফসলের আবা়দ ও উ়্ৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মধ্যে বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার বিতরণ করা  হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি  হিসেবে কৃষকদের মাঝে সার বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ- খুদা। এতে প্রনোদনার আওতায় ৬ হাজার ৪,শ ৬০ জন কৃষকের  বিতরণের অংশ হিসেবে ১৫, শ প্রান্তিক কৃষকের মাঝে সরিষা বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত  ছিলেন  উপসহকারী কৃষি কর্মকর্তা,সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন তেল বীজ উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং সরিষা চাষের জন্য বীজ শোধন,সার ও কীটনাশক প্রয়োগসহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কুষকদের সহযোগিতা, ফসলের  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow