ভাঙ্গায় ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের বরণ ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jul 7, 2024 - 19:54
Jul 7, 2024 - 19:55
 0  8
ভাঙ্গায় ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের বরণ ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৭ জুলাই) দুপুরে  উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নানা শ্রেণীপেশার লোক অংশগ্রহণ করেন। একই সাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।  সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি, নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

 এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের  সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত - এ খুদার  সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল)  তালাত মাহমুদ শাহান শাহ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: কাওছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ এ,বি,এম ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুয়ারা বেগমকে অভিনন্দন জানানোর পাশাপাশি ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তার,বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভায় প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) তাঁর বক্তব্যে বলেন, যারা বিগত সময়ে কাজ করেছেন তারা দায়িত্বশীলতার সহিত কাজ করেছেন। তাদেরকে আমরা স্মরণে রাখবো। নবনির্বাচিতরা একটি পরিবারের সদস্য। তাদেরকে উন্নয়ন ও জনগনের মঙ্গলের জন্য কাজ করতে হবে। উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন,উপজেলায় উন্নয়নে যথাক্রমে ৪,শ কোটি ও ২৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সকলকে তিনি মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়া তিনি উপজেলায় আইন শৃ্ঙ্খলা পরিস্থিত পূর্বের তুলনায় ভালো উল্লেখ করে তিনি বলেন, কোন অবস্থাতেই সন্ত্রাস, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও সামাজিক অবিচার মেনে নেওয়া হবেনা।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত  উন্নয়নের অংশ হিসেবে নির্বাচনী এলাকার সকল রাস্তা বর্ধিতকরণ, কালভার্ট ও ব্রিজ নির্মাণ, নদী শাসন, মশা নিধন, যানজট নিরসন সহ অন্যান্য কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার করেন। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow