ভাঙ্গায় বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে  মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jul 16, 2024 - 22:47
 0  14
ভাঙ্গায় বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে  মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

ফরিদপুরের ভাঙ্গায় মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির আয়োজনে এক মানববন্ধন,বিক্ষোভ এবং স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার  দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা অংশগ্রহন করে।

অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটাবিরোধী আন্দোলনকারীদের দ্বারা বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সহ  বিভিন্ন বিষয়ে কটুক্তির প্রতিবাদ  জানান এবং  এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় তারা বলেন, এ ঘটনায় স্বাধীনতা বিরোধী রাজাকার, জামা- বিএনপি জড়িত। কোটা বিরোধীদের গণধোলাই দিতে হবে। এতে ছাত্রলীগই যথেষ্ট। তাদেরকে বিতাড়িত করে পাকিস্তানে পাঠানো হবে। মানববন্ধনে স্মারক লিপি পাঠ করেন  মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির সভাপতি এ্যাপোলো নওরোজ।

 বীর মুক্তিযোদ্ধা প্রজন্মের সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মাহবুব হোসেন মোতালেব, আবুল হ্সান,রুমি আহমেদ,জমির আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টিটু, শাফিনুর হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ  ও সন্তানেরা।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা ও উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়ার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow