ভাঙ্গায় বারি মসুর-৮ সংরক্ষণে হার্মেটিক সাইলো ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

ফরিদপুরের ভাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বারি মসুর-৮ সংরক্ষণে হার্মেটিক সাইলো ব্যবহারের গুরুত্ব নিয়ে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শাহাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ রইচ উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুনের সভাপতিত্বে এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ বায়েজিদ শেখ, স্থানীয় সমাজসেবক মোঃ মতিউর রহমান এবং সংশ্লিষ্ট কৃষক ও কৃষাণীগণ।
প্রধান অতিথি মোঃ শাহাদুজ্জামান বলেন, আমিষের ঘাটতি পূরণে মসুর ডালের বিকল্প নেই। বিশেষ করে বারি মসুর-৮ একটি জিংক সমৃদ্ধ ডাল, যা খাদ্য পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ রইচ উদ্দিন বলেন, কৃষকরা বারি মসুর-৮ চাষের মাধ্যমে জিংকের ঘাটতি পূরণ করতে পারবে এবং এটি জনগণের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি কৃষকদের বীজ সংরক্ষণের জন্য বাতাস প্রতিরোধক বিশেষ ধরনের টিনের বাক্সের ব্যবহার সম্পর্কে অবহিত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বীজ সংরক্ষণে হার্মেটিক সাইলো ব্যবহারের মাধ্যমে বীজের গুণগতমান রক্ষা করা সম্ভব। এটি ব্যবহার করলে বীজ দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এবং কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে কৃষকদের বারি মসুর-৮ চাষে উদ্বুদ্ধ করা এবং হার্মেটিক সাইলো ব্যবহারের উপকারিতা তুলে ধরা হয়েছে। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত করা প্রয়োজন বলে বক্তারা মত প্রকাশ করেন।
What's Your Reaction?






