ভাঙ্গায় বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jan 27, 2025 - 23:30
 0  5
ভাঙ্গায় বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহ্যবাহী কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি  ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস। সকালে জাতীয় পতাকা উত্তোলন  ও পায়রা উড়িয়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।  দিনব্যাপী চলা ৪০টি ইভেন্টে অংশগ্রহণকারী শতাধিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিকেলে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগ এবং অংশগ্রহন করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow