ভাঙ্গায় বাস চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jan 16, 2025 - 22:34
 0  3
ভাঙ্গায় বাস চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নড়াইলে এক্সপ্রেস নামের একটি পরিবহনের চাপায় সুমন শেখ(৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গফুর মন্ডলপাড়া এলাকার ছালাম শেখের পুত্র।  ঘটনাস্থলে মোটরসাইকেল  আরোহীর মাথা সহ শরীরের বিভিন্ন অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে রাস্তায় পড়ে থাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায়  ভাঙ্গা উপজেলার  কলাতলা নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবহনটির কয়েকজন যাত্রী  জানান, এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশের একটি দল গাড়ি থামিয়ে চেক করছিল। এ সময় ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া মোটরসাইকেলটিকেও থামার সংকেত দেওয়া হয়। পিছনে থাকা দ্রুতগামীর ঢাকা থেকে নড়াইলগামী পরিবহনটিকে থামার নির্দেশ দিলে এটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় ৫০/৬০ গজ দূরে নিয়ে যায়। এতে সে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয় লোকজন এসে পরিবহনটিকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে উঠে। তারা দুর্ঘটনার জন্য পুলিশের অনিয়মভাবে গাড়ি থামানোর জন্যই দুর্ঘটনাকে দায়ী করেন। 

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান মন্ডল  বলেন, বেপরোয়া পরিবহনটি  মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহী নিহত হয়। ঘাতক নড়াইল এক্সপ্রেস নামক পরিবহনটির চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় আনা হয়েছে।  এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

 এ ব্যাপারে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ পলাশ জানান, সড়ক দুর্ঘটনায় সুমন শেখ নামের একজনের মরদেহ আসছিল। তার মাথা ও মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সড়কে পড়েছিল। তার পকেটের পরিচয়পত্র দেখে তাকে সনাক্ত করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow