ভাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jun 6, 2024 - 21:06
 0  4
ভাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় 

ফরিদপুরের ভাঙ্গায় আগামী ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত  ৫ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ভূমি সেবা সপ্তাহ সফলভাবে পালন সংক্রান্ত আলোচনা করা হয়।  ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত -এ-খুদার সভাপতিত্বে বিস্তারিত তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় আরও উপস্থিত ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত- এ- খুদা বলেন, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক- স্লোগানকে সামনে রেখে ভাঙ্গায় আগামী ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হবে। এর নেতৃত্বে থেকে বাস্তবায়ন করবে উপজেলা  ভূমি অফিস। উৎসাহ ও উদ্দীপনায় ভুমি সেবা পালনের মধ্যে দিয়ে ভুমি অফিসের যত ধরনের সেবা আছে জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে। এছাড়া জেলা পর্যায়ে যে ধরনের ভুমি সেবা আছে ,সে  ধরনের সেবাও সম্প্রসারিত করা হবে। এই ৫ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহে সেবা গ্রহীতাদের সকল সেবা দেওয়ার লক্ষে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow