ভাঙ্গায় মাছভর্তি ছিনতাইকৃত পিকআপ উদ্ধার করলো পুলিশঃ হাত-পা বাধা ৩ জনকে ফেলে দেয় রাস্তায় 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Nov 14, 2024 - 17:44
 0  10
ভাঙ্গায় মাছভর্তি ছিনতাইকৃত পিকআপ উদ্ধার করলো পুলিশঃ হাত-পা বাধা ৩ জনকে ফেলে দেয় রাস্তায় 

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি মাছ ভর্তি পিকআপ, পিক আপের চালক ও ২ মালিক সহ ৩ জনকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। 

বুধবার রাতে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি  বিশেষ দল তৎসংলগ্ন থানার সহায়তায়  শরীয়তপুরের জাজিরা থানার পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে  পিকআপটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।এর আগে ছিনতাইকারী দল পিকআপের চালক ও ২ মালিককে হাত পা অবস্থায় মুকসুদপুরের আকিজ পাটকলের সামনে ফেলে রেখে যায়। 

এ ঘটনায় মুকসুদপুর থানায় পিকআপের মালিক মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। 

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে  পিক-আপের চালক মিলন শেখ পিরোজপুর নাজিরপুরের মিজানুর রহমানের মালিকানাধীন কোলবালিশদুটি  পিক- আপ ( ঢাকা মেট্রো-৬১-৩০৬১) যোগে মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম, মাসুম বিল্লাহ পলাশ এবং আশিকুল ইসলামকে নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা মৎস্য আড়তে মাছ নিয়ে আসছিলেন। এ সময় রাজৈর সড়ক হতে মহাসড়কে উঠার সময় ১০/১২ জন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মাছ বহনকারী পিক-আপটিকে অন্য একটি পিকআপ নিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে তারা গাড়িটির গতিরোধ করে অস্ত্রের মুখে তাদের সবাইকে জিম্মি করে হাত- পা বেঁধে ফেলে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে মাছের গাড়িটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এক পর্যায়ে চক্রটি অপহৃতদের মুকসুদপুরের পাটকলের সামনে হাত পা বাধা অবস্থায় ফেলে রেখে যায়।  এ সময় চক্রটি তাদের নিকট থেকে নগদ টাকা,দামী মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।  এ ঘটনায়  মুকসুদপুর  থানায় মামলা দায়ের করার পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশকে অবহিত করলে পিকআপটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই আবদুল্লাহেল বাকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ছিনতাই করা পিকআপটি পদ্মা সেতু সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে এবং পরে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পিক-আপের মালিক মিজানুর রহমান বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow