ভাঙ্গায় মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা ও পানির পট বিতরণ 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Jun 12, 2024 - 15:09
 0  35
ভাঙ্গায় মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা ও পানির পট বিতরণ 

ফরিদপুরের ভাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক  শিক্ষার্থীর মাঝে ছাতা ও পানির পট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ১ নং মডেল ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ় বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর পর্যায়ক্রমে পৌরসভার মোট ৯ টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময়  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  এলজিআরডি কর্মকর্তা মোঃ শাহ আলম, মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি শ্যামল সাহা,সাধারণ সম্পাদক বাবুল চাকলাদার, সংগঠনের প্রভাষক  মোঃ হেদায়েত হোসেন,গোলাম কিবরিয়া, মোঃ রাহাত বেগ,  হায়দার হোসেন,গৌরাঙ্গ কুমার রায়,পলাশ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ হেদায়েত হোসেন। প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা বলেন, এখনও অনেক হতদরিদ্র শিক্ষার্থী শিক্ষা উপকরণ ও পোশাক ক্রয় করতে হিমসিম খাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের শিক্ষার উন্নয়ন এবং  জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow