ভাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পার্বতী দাশগুপ্ত বৃত্তি প্রদান

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি
Feb 5, 2024 - 19:42
 0  12
ভাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পার্বতী দাশগুপ্ত বৃত্তি প্রদান

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পার্বতী দাশগুপ্ত বৃত্তি- ২০২৪ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পার্বতী  দাশগুপ্ত ট্রাস্টের  অর্থ বিশিষ্ট  কলামিস্ট সাংবাদিক অজয় দাশগুপ্তের মাধ্যম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে প্রদান করেন দৈনিক সমকাল পত্রিকার ভাঙ্গা সুহৃদের সভাপতি ও সরকারি কেএম কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান।  

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােঃ হায়দার হােসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সহঃ প্রধান শিক্ষক ইকরাম আলী ফকির ও শাহাবুদ্দিন শেখ, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, আক্তার মাতুববর, সাংবাদিক মােঃ সরোয়ার হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বৃত্তিপ্রাপ্তরা হলো এসএসসি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ১ম স্থান প্রাপ্ত দিবা শাখার মেহরাব হােসেন, প্রভাতী শাখার তিথী দত্ত, ১০ম শ্রণির দিবা শাখার তরিকুল মাতুববর, প্রভাতী শাখার সাদিয়া হাবিব, ৯ম শ্রেণির দিবা শাখার সালমান রহমান, প্রভাতী শাখার রাদিয়া খান রিদি, ৮ম শ্রেণির দিবা শাখার তাহমিদ রিয়ান ও সাইমুন শেখ, প্রভাতী শাখার ফৌজিয়া আবিদা, ৭ম শ্রেণির দিবা শাখার আবু তাহের হাইয়াদ, প্রভাতী বকুল শাখার লাবন্য রহমান ও অনন্য রহমান, শাপলা শাখার আমিনা এনাম অরিন, গোলাপ শাখার জারা বিনতে জসিম ও প্রিন্তী চক্রবর্তী।
 উল্লেখ্য যে,১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে  একজন সদস্য ছিলেন পার্বতী কুমার দাশগুপ্ত। ওই সময় তিনি ভাঙ্গা মুনসেফ কোর্টে চাকুরী করতেন। তার বাড়ি ছিল বরিশালের আগৈলঝাড়া থানার গইলা গ্রামে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow