ভাঙ্গায় শত শত বিনোদনপ্রেমীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী ডোঙা বাইচ

সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Sep 6, 2024 - 20:48
 0  11
ভাঙ্গায় শত শত বিনোদনপ্রেমীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী ডোঙা বাইচ

বর্ষাকালে নদনদী, খাল- বিল ভরে উঠে পানিতে। আবহমান গ্রাম বাংলার বিনোদনপ্রেমী জনসাধারণ মেতে নানা উৎসবে। তেমনি এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামে অনুষ্ঠিত  হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডোঙা বাইচ।  ছলাৎ  ছলাৎ শব্দে গ্রামটির সামনের বিলের বুক চিড়ে বয়ে চলে তাল গাছের তৈরি ডোঙ্গা নৌকা। চলে একে অপরকে পেছনে ফেলে সামনের দিকে ছুটে চলার প্রতিযোগিতা। শত দর্শকের উপস্থিতি আর করতালিতে এগিয়ে চলে ডোঙার বাহকরা। আর এতে উৎসাহ যোগায় পাড়ে থাকা দর্শনার্থী। অনেক নারীপুরুষ নৌকা নিয়ে এ দৃশ্য অবলোকন করেন। ডোঙাগুলো যখন এগিয়ে যায়,তখন করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানান। এ প্রতিযোগিতা উপলক্ষে বসে নানা পসরা সাজিয়ে হরেক রকমের দোকান। শিশু কিশোরদের উপস্থিতিও ছিল লক্ষনীয়।স্থানীয় শাহমল্লুকদী  যুবসংঘের আয়োজনে এ ডোঙা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগত কয়েকজন নারী ও তরুণ জানান,এ প্রতিযোগিতা খুবই উপভোগ্য। না দেখলে বুঝা যাবে না বাংলার গ্রামীণ ঐতিহ্য কতটা সমৃদ্ধশীল।’আয়োজকদের অন্যতম এলাকার শহিদুল ইসলাম  বলেন, দখল আর দুষণে নদী তার যৌবন হারিয়েছে। সেই সাথে  হারিয়েছে  সুস্থ্য বিনোদন। সবাই যদি সহযোগিতা করে  তাহলে এ ধরনের আয়োজন আরো ভালোভাবে করা সম্ভব।এ ব্যাপারে আয়োজক তরুনরা জানান আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে আর স্বল্প আয়ের মানুষের  একটু আনন্দ দিতে এই আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয় কলস,ডিনার সেট,ফ্লাইপেন সহ বেশ কিছু উপকরন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow