ভাঙ্গায় শেষ মুহুর্তের প্রচারনায় জমে উঠেছে উপজেলা নির্বাচনঃ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের প্রচার-প্রচারনায় জমে উঠেছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীদের রাত-দিন প্রচার প্রচারনায় সরগরম হয়ে উঠেছে। এ নির্বাচনকে কেন্দ্র করে পোষ্টার,ব্যানার,মাইকিং সর্বত্র সরগরম। ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া গেছে। অপরদিকে নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহুর্তের প্রচারনায় নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থী ও সমর্থকেরা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেখাচ্ছেন উন্নয়নের স্বপ্ন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে-৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন-মোঃ কাউসার ভূঁইয়া (দোয়াত কলম প্রতীক),মোখলেসুর রহমান সুমন (ঘোড়া প্রতীক)মোঃ শহিদুল ইসলাম( মোটরসাইকেল প্রতীক), মাইনুল ইসলাম খাঁন রিপন (কই মাছ) ও লুপা রহমান(আনারস) প্রতীক।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে-৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন কেএম কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলিল, (টিউবওয়েল), মেহেদী পারভেজ চন্দন( টিয়া পাখি) মোঃ মিরাজ শিকদার( মাইক), আবুল ফয়সাল মোল্লা(চশমা), মোঃ গোলাম রাসেল রাতুল( উড়োজাহাজ) ও ফিরোজ হাওলাদার পিরু মিয়া( তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন-মঞ্জুয়ারা ইয়াসমিন (ফুটবল ), বেগম নুরুন্নাহার মায়া( হাঁস), সোনিয়া আক্তার( কলস) ও সালমা বেগম( পদ্মফুল)। ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রকাশ এ নির্বাচনে উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৩৬ হাজার ৩৮। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ১২ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৩, হিজড়া ভোটার সংখ্যা ৩।
উপজেলার বেশ কয়েকটি এলাকায় ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে রাস্তার মোড়,চায়ের দোকান থেকে শুরু করে বিপনি বিতান পর্যন্ত সর্বত্র ভোট নিয়ে চলছে আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে বাসা বাড়ি পর্যন্ত প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জয়ের ব্যাপারে কার সম্ভাবনা কতটুকু এ নিয়েও চলছে আলোচনা। বিভিন্ন শ্রেণির ভোটাররা জানান , তারা এমন প্রার্থীকে ভোট দিবেন, যে এলাকার উন্নয়ন বেশি করবে,যাকে সুখে- দুঃখে পাওয়া যাবে তাকেই ভোট দিবেন।নির্বাচনে ৫ জন প্রার্থী থাকলেও একমাত্র মহিলা প্রার্থী বাদে ভোটের মাঠে রয়েছেন ৪ প্রার্থী।
নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন জানান, ভোট গ্রহন ও নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য করে তোলার জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি কেন্দ্র ও সুস্ঠ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইতমধ্যেই প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা বলেন,নির্বাচনকে সুষ্ঠ, নিরপেক্ষ এবং নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমাদের মোবাইল টীম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক কাজ করছে। নির্বাচনে কেউ পেশীশক্তি বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?