ভাঙ্গায় শ্রমিক দলের নেতা ফারুক মুন্সি সহ নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Dec 8, 2024 - 01:03
 0  7
ভাঙ্গায় শ্রমিক দলের নেতা ফারুক মুন্সি সহ নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ফরিদপুরের ভাঙ্গায় শ্রমিকদলের  নেতা ফারুক মুন্সি সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের নামে  এক শ্রেনীর কুচক্রী মহল দ্বারা নানা  অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা  ভাঙ্গা উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দের নামে  মিডিয়ায় ভুল তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। শনিবার বিকেলে  ভাঙ্গা গার্লস স্কুলের পুরাতন ভবনের সামনে স্থানীয় শ্রমিক দলের নেতা ফারুক মুন্সীর অফিস কার্যালয়ে  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত  বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা শ্রমিক দলের নেতা ফারুক মুন্সি। তিনি বলেন, গত ১ ডিসেম্বর বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ' প্রকাশিত সংবাদটি মিথ্যা  ও ভিত্তিহীন। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানান। মূলত সংবাদটি একতরফা মনগড়া এবং ভিত্তিহীন বলে দাবী  করে শ্রমিক দল নেতা ফারুক মুন্সী বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হয়েও আমাকে শ্রমিক লীগের নেতা বানিয়ে সংবাদটি প্রকাশ করা হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে  বলছি আমি কখনো শ্রমিক লীগের সাথে ছিলামনা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাঙ্গা উপজেলা  সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী ও মুন্সী মনিরুজ্জামান মনির নেতৃত্বে দল করে আসছি। প্রকাশিত সংবাদটি প্রসঙ্গে  তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদের পিছনে ভাঙ্গা পৌর বিএনপি নেতা মিজানুর রহমান পান্না তার আওয়ামী লীগ কেন্দ্রিক ভাই ও ভাতিজারা কাউন্টার নিয়ে সংঘাতের সৃষ্টি করে। আমরা তার প্রতিবাদ করতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে  সংবাদ প্রকাশ করিয়ে আমাদেরকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপণ্য করা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত  বলে দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জিতু মুন্সী, হাদিউজ্জামান খান রাজু, স্মরণ মুন্সিসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow