ভাঙ্গায় সুফলভোগী সদস্যদের আয়বর্ধনমূলক কার্যক্রম ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ফরিদপুরের ভাঙ্গায় এসএসডিএফ (এলজিআরডি) সুফলভোগী সদস্যদের আয়বর্ধনমূলক কার্যক্রম ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণে ২ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে কার্যক্রমের অংশ হিসেবে বসতভিটায় শাকসবজি ও ফলফলাদি চাষের উপর কেন্দ্রের সদস্যদের অবহিতকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সুবিধাভোগী নারী,পদস্থ কর্মকর্তা, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
উপজেলা কৃষক উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা,বিশেষ অতিথি ছিলেন কৃষক উন্নয়ন প্রকল্পের আঞ্চলিক কর্মকর্তা অনিমেষ মৃধা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী, অধ্যাপক এ,বি,এম মিজানুর রহমান। এ সময় সদস্যদের পরিবারের আয় বৃদ্ধিতে শাকসবজি চাষ ও অন্যান্য ফলফলাদি চাষের উপর হাতেকলমে শিক্ষা দেওয়া হয়
What's Your Reaction?