ভাঙ্গায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির আওতায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে এবং এটিকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাচেন উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর, স্ক্যানিং অপারেটর, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সেবা প্রত্যাশী, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এর আগে, নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই কর্মসূচির ঘোষণা দেন।
সূত্রে জানা যায়, বিগত সরকার এনআইডি সেবা প্রথমে সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার উদ্যোগ নেয়। তবে সাধারণভাবে প্রত্যাশা করা হয় যে এটি নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেয় এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার আইন বাতিল করে ইসির অধীনেই রাখার। তবে বর্তমানে এটিকে আলাদা কমিশনের অধীনে পরিচালনার নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৫ মার্চ এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। কমিশন একমত পোষণ করে ৯ মার্চ সরকারকে এ বিষয়ে চিঠি পাঠায়। তবে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এরই ধারাবাহিকতায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির আওতায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
What's Your Reaction?






