ভাঙ্গায় হতদরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
May 30, 2024 - 20:23
 0  14
ভাঙ্গায় হতদরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার হতদরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরে “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় ছাগল, ছাগলের খোয়ার এবং ছাগলের খাবার বিতরণ কার্যক্রমের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২অক্টোবর) বিকেলে মৎস্য অফিসের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।

উপজেলার হত দরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল, ছাগলের খোয়াড় ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে বলে সূত্রে জানা যায়।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা মৎস কর্মকর্তা দেবলা চক্রবর্তী, কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, মৎস্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রুবেল খান, মাঠ সহায়ক কর্মী ইশতিয়াক আহমেদ অন্তর, বাদল খান, সুস্মিতা ধর, জান্নাতি সুখি, বিভিন্ন এলাকার নিবন্ধিত মৎস্য চাষী প্রমুখ।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবেলা চক্রবর্তী জানান, নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমূলক উপকরণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন “দেশীয় প্রজাতির মাছ এবং শামুখ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় এটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মৎস্য অফিস।

এরই কার্যক্রম বাস্তবায়নে ভাঙ্গা উপজেলাধীন বিভিন্ন গ্রামের থেকে নিবন্ধিত জেলেদের মধ্য থেকে বিভিন্ন ভাবে যাচাই- বাছাইয়ের মাধ্যমে ২০জন দরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে ৪০টি ছাগল, ২০টি ছাগলের খোয়াড়, ৪০০কেজি ছাগলের খাবার বিতরণ করা হয়েছে।

বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, “যারা সারা বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে, মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে তারা যেনো মাছ না ধরে, তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসেবে এই ছাগল এবং ছাগলের খোয়াড়, পাশাপাশি ছাগলের খাবার পেয়েছেন, তারা যেনো ভাগ্যের পরিবর্তন করে নিজেদের স্বাবলম্বী করতে পারেন।”

তিনি আরো বলেন, “আমার আহ্বান থাকবে, যারা ছাগলগুলি পেয়েছেন তারা নিজের সম্পত্বি মনে করে, নিজের সম্পদ হলে যেভাবে ব্যবহার করতো, যেভাবে প্রতিপালন করতো সেভাবে ব্যবহার করে নিজেদের ভাগ্যের চাকা ঘুরাবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow