ভাঙ্গায় হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বাদী পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন 

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Feb 28, 2024 - 19:36
Feb 28, 2024 - 19:37
 0  5
ভাঙ্গায় হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বাদী পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খাঁরদিয়া গ্রামে চাঞ্চল্যকর  আলমগীর মাতুব্বর হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে নিহতের স্বজনদের মারপিট,ষড়যন্ত্র ও হত্যা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি এবং মামলার স্বাক্ষীরা।

 বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের পরিবার ও স্বজনেরা। এসময় তারা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও নিরাপত্তার দাবি করেন। পরে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
সংবাদ সম্মেলনে নিহতের চাচা কাউসার মাতুব্বর (৫৫) অভিযোগ করেন, ২০২৩ সালের ১৩ মে হত্যা মামলার আসামিরা সংঘবদ্ধ হয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে্ এবং আলমগীর মাতুব্বরকে হত্যা করা হয়। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদি হয়ে ৫৭ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরো দশ বারোজনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে কাউসার মাতুব্বর বলেন, হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে গত ১১ জানুয়ারি হত্যাকারীদের দলীয়  পান্নান মোল্লার (৪০) হুকুমে ছোট খাঁরদিয়া গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে  হত্যার উদ্যেশ্যে তার উপর হামলা চালায়।এসময় তাকে সহ জাকারিয়া মাতুব্বর (৪২), ভাই ওহিদ মাতুব্বরকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করা হয়। 
এসময় একটি হামলার ওই ভিডিও ধারণ করে যা পরবর্তীতে বিভিন্ন টিভি ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা ওই শিশুকে খুঁজছে।
নিহতের স্ত্রী বিলকিছ বেগম বলেন, আমি এখনো স্বামী হত্যার বিচার পাইনি। এরইমাঝে মামলার আসামিরা জামিনে বেরিয়ে নিহতের স্বজনদের কুপিয়ে জখম করেছে। এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
তিনি বলেন, হামলার হুকুমদাতা অনেক টাকা পয়সার মালিক। তারা গ্রামে নানা কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে। থানায় মামলা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছেনা। এসব ঘটনার সুষ্ঠ তদন্ত ও উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
সরেজমিনে ছোট খাঁরদিয়া গ্রামে গিয়ে জানা যায়, ছোট খাঁরদিয়া গ্রামের একসময় হতদরিদ্র কতিপয় ব্যক্তিকে অর্থ সাহায্যের মাধ্যমে মালয়েশিয়া নিয়ে যান। পরে তারা দেশে ফিরে কিছু জায়গাজমি কিনেন। ওই জমির সাথে তারা আরো কিছু জমি দখলের চেষ্টা চালান। এ নিয়েই  সেখানে এসব খুন জখমের ঘটনা ঘটছে এখন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow