ভাঙ্গায় হাইলাইট ফাউন্ডেশনের আয়োজনে অটিস্টিক- প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
ফরিদপুরের ভাঙ্গায় হাইলাইট ফাউন্ডেশনের আয়োজনে হতদরিদ্র শীতার্ত অটিস্টিক - প্রতিবন্ধীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পৌরসদরের কলেজ পাড় চত্বরে ৫ শতাধিক অটিষ্টিক প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বি,এম কুদরত এ খুদা। সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ শাহ আলম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ,সাবেক ভিপি মোঃ সাইফুল ইসলাম শওকত,প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তি প্রমুখ।
What's Your Reaction?