ভাঙ্গায় ৪'শ জন প্রান্তীক কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ
ফরিদপুরের ভাঙ্গায় প্রনোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ৪'শ জন প্রান্তিক কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতি কৃষকের জন্য ৫ টি করে মোট ২ হাজার নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাসের সার্বিক তত্তাবধানে নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। এতে, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা মোমিনুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, সমবায় কর্মকর্তা সজল শাখারি সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সুবিধাভোগী,ইউপি সদস্য বৃন্দ।
এদিকে নানা আয়োজন জাতীয় ফলমেলা উপলক্ষে ফলের গুনাগুন তুলে ধরে আলোচনা সভা ও মৌসুমের বিভিন্ন জাতের ফল প্রদর্শন এবং ফলবান বৃক্ষ রোপনের উপর গুরুত্ব্ তুলে ধরে আলোচনা করা হয়।
What's Your Reaction?