ভারত বাংলাদেশকে নতুন করে সাম্প্রদায়িকতা শিখাচ্ছেঃ হান্নান মাসউদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন যারা ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তারা আমাদের কে নতুন করে সাম্প্রদায়িকতা শেখাচ্ছে। ভারতের দাদা বাবুরা, দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে করায়ত্ব করার চেষ্টা করছে। তারা এতোদিন শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশ শোষণ করেছে।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘ভারত আমাদের সাম্প্রদায়িকতা শিখাতে আসে অথচ তারা গুজরাটের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে। ভবিষ্যতে কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না।’ আমাদের দেশের তরুণরা তাদের হাত ভেঙে গুটিয়ে দিবে।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততোদিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ নেই।’ এদেশের ছাত্র সমাজ হাসিনার মতো দোসরদের আর সুযোগ দিবে না।
সমাবেশে শেষে চানন্দী ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে নদী ভাঙ্গন রোধে মানববন্ধনে অংশ গ্রহণ করেন হান্নান মাসুদ। এসময় তিনি অতিদ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
সমাবেশে চানন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কে বেলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হাফিজুর রহমান, নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুর রহমান, ছাত্র সমন্বয়ক নুর আলম, স্থানীয় ব্যবসায়ী এম এ হাশেম, আমির হোসেন ডিপ্টি, জাকের হোসেন, শিক্ষক আক্তার হোসেন, জিয়া মঞ্চের সভাপতি বোরহান শিকদার প্রমুখ
What's Your Reaction?