ভারতে পাচারের পথে ধরা, সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আজমপুর এলাকায় সীমান্ত অতিক্রমের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে আজমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ২০১৯/৭-এস সংলগ্ন এলাকা দিয়ে দুই ব্যক্তিকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে। বিজিবি ধাওয়া দিলে একজন পালিয়ে যায়, তবে মো. সোহাগ মিয়া (২৭), পিতা মো. সেলিম মিয়া, গ্রাম লক্ষীপুরা, পোস্ট ও থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর—তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, পাঁচ হাজার টাকার বিনিময়ে মানব পাচারকারী দালাল মো. জুবায়ের (পিতা আ. রাজ্জাক, গ্রাম আজমপুর, আখাউড়া) তাকে ভারতের আগরতলায় দিনমজুরের কাজের জন্য পাঠাচ্ছিলেন। আটক ব্যক্তির কাছ থেকে নগদ ৩৪,৫৭০ টাকা ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, পাশাপাশি পলাতক মানব পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






