ভারতে প্রবেশকালে বিজয়নগর সীমান্ত থেকে দুই বাংলাদেশি আটক

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Apr 26, 2025 - 00:05
 0  2
ভারতে প্রবেশকালে বিজয়নগর সীমান্ত থেকে দুই বাংলাদেশি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০১১/২-এস এর ১০ গজ বাংলাদেশের ভেতরে বিজয়নগর উপজেলার কাউহাটি এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—শ্রী গৌতম চন্দ্র দাস ও শ্রীমতি কবিতা রাণী দাস। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আগরতলায় বসবাসরত গৌতম চন্দ্র দাসের শাশুড়ির মৃত্যুজনিত শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে তারা সীমান্ত অতিক্রম করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow