ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে দহগ্রাম ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন পেশার মানুষ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল শ্রেনীর মানুষ যেনো মিশে গেছে লালমনিরহাটের দহগ্রাম শহীদ মিনারে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে শহীদ মিনারে ছুঁটছেন সকল শ্রেনীর মানুষ মানুষ। কণ্ঠে ভাই হারা গান, হাতে শ্রদ্ধার ফুল।
এদিন প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শামিল হয়েছেন নানা শ্রেণি পেশার মানুষ। ছোট ছোট শিশুরাও আসছে বাবা-মায়ের হাত ধরে।
ভাষা শহীদদের প্রতি দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দহগ্রাম ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ,
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দহগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির , যুগ্ন সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন ,
দহগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজ্জাক হোসেন রাজু,,দহগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি মতিয়ার রহমান,দহগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, দহগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলাম রব্বানী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দহগ্রাম ইউনিয়ন শাখার ইউনিয়ন,ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সবার কণ্ঠে ছিলো ভাষা নিয়ে নানা আবেগ। সবার প্রত্যাশা, বৈষম্যহীন দেশ বিনির্মাণে একুশ হোক প্রেরণা। প্রতিষ্ঠিত হোক মানুষের সকল মৌলিক অধিকার।
একইসঙ্গে শুদ্ধ বাংলা ভাষা প্রচলন ও চর্চার তাগিদ দেন তারা। সাংবাদিকদের সাথে বক্তব্য প্রদান কালে দহগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, আমরা একমাত্র জাতি বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিয়েছি, ভাষা শহীদদের জন্য তিনি বলেন আল্লাহ যেনো ভাষা শহীদদের জান্নাত দান করেন পাশাপাশি গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে আল্লাহ যেনো তাদের শহীদের মর্যাদা দান করেন।
What's Your Reaction?






