ভিজিএফের চাল পেয়ে হাসি ফুটলো ৪,৯৫২ দরিদ্র পরিবারের মুখে

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
Mar 16, 2025 - 14:51
 0  14
ভিজিএফের চাল পেয়ে হাসি ফুটলো ৪,৯৫২ দরিদ্র পরিবারের মুখে

ঈদ মানেই আনন্দ, কিন্তু সবার জন্য তা সমান সুখকর হয় না। অনেক পরিবার আছে, যাদের কাছে উৎসব আসে অভাব-অনটনের বোঝা নিয়ে। তবে এবার রোয়াংছড়ির দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে সরকারি খাদ্য সহায়তা।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪,৯৫২টি অসহায় পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেওয়া মোট ৪৯.৫২০ মেট্রিক টন চাল সুষমভাবে বণ্টন করে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে দেওয়া হয়।

রোয়াংছড়ি ইউনিয়নে ১,৫১৩টি, তারাছা ইউনিয়নে ১,৫২০টি, আলেক্ষ্যং ইউনিয়নে ১,১১৮টি এবং নোয়াপতং ইউনিয়নে ৮০১টি পরিবার এই সহায়তা পেয়েছে। রবিবার (১৬ মার্চ ২০২৫) রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা মেম্বার থুইসাংপ্রু মারমা, ১নং ওয়ার্ড ইউপি মেম্বার অংশৈচিং মারমা, ২নং ওয়ার্ড ইউপি মেম্বার অংসিংনু মারমা, ইউপি মেম্বার সুমন তঞ্চঙ্গ্যা, ইউপি মেম্বার ক্রাচিংঅং মারমা, প্রশাসনিক কর্মকর্তা লিটন পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাল পাওয়া দরিদ্র পরিবারগুলোর সদস্যরা জানান, এই সহায়তা তাদের জন্য ঈদ আনন্দকে দ্বিগুণ করেছে। তাদের মতে, "ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু দারিদ্র্যের কারণে অনেকের জন্য উৎসব কষ্টের হয়ে আসে। এই সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ।"

প্রধান অতিথি ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, "ঈদুল ফিতরে যেন কেউ অভুক্ত না থাকে, সে লক্ষ্যে সরকার বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে। শুধু এই কর্মসূচিই নয়, সারাদেশে বিভিন্ন খাদ্য নিরাপত্তামূলক কার্যক্রম চালু রয়েছে।" তিনি উপকারভোগীদের সুশৃঙ্খলভাবে সহায়তা গ্রহণের পরামর্শ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow