ভুয়া যুবলীগ নেতা বানিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো: শামীম মিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Dec 26, 2024 - 14:40
 0  15
ভুয়া যুবলীগ নেতা বানিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যুবলীগ নেতা বানিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন কাজী মোঃ দুলাল আহমেদ নামে এক ব্যক্তি।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর হলরুমে এই সংবাদ সম্মেলনে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর গ্রামের কাজী মতিউর রহমান এর ছেলে কাজী মোঃ দুলাল আহমেদ। 

তিনি জানান, দীর্ঘ ৬০/৭০ বছর পূর্ব থেকে শান্তিপূর্ণ ভাবে আমরা বসবাস করে আসছি। আমাদের প্রতিবেশী হিসেবে আব্দুল মান্নান ও সেই সময় থেকে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ ২০১৫ সালে কারো সাথে পরামর্শ ছাড়া কোর্টে আমাদের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করেন। উক্ত মামলা ২০১৭ সালে খারিজ হয়ে গেলে সে আবার আপিল করে। সেই আপিল রায়ের আগমুহূর্তে আমাকে উপজেলা চান্দুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বানিয়ে মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশ করে সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে আদালতে ভূল মেসেজ দিয়ে মামলার রায় নিজের অনুকূলে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি আরো বলেন, আমি গ্রামের সহজসরল মানুষ। আমি সবার সাথে মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে চলাফেরা করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু তারা আমাকে বিতর্কিত করার প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, কাজী মোঃ দুলাল আহমেদ, কাজী গাজিউর রহমান, কাজী মতিউর রহমান, মোঃ মোবারক হোসেন, মোঃ দানা মিয়া, কাজী খোকন মিয়া, কাজী বাছির মিয়া সহ সাংবাদিকবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow