ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে ক্যাবের মতবিনিময়

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Jun 27, 2024 - 11:07
 0  16
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে ক্যাবের মতবিনিময়

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে বৃহত্তর ফরিদপুর জেলার ক্যাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেল ৪টায় ফরিদপুর সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন (পিপিএম সেবা), চেম্বার অব কমার্সের সভাপতি নজরুল ইসলাম, ক্যাবের সভাপতি ফয়েজ আহমেদ, ক্যাবের গোপালগঞ্জ জেলা সভাপতি বাবলু মিয়া, মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শাহজাহান খান, বোয়ালমারী উপজেলা সভাপতি মহব্বত জান চৌধুরী ও আলফাডাঙ্গা উপজেলা সভাপতি কবীর হোসেন প্রমুখ। 

ফরিদপুর জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ক্যাবের আয়োজনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের পরিচালনায় বৃহত্তর ফরিদপুরের জেলা, উপজেলা কক্যাবের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow