ভোক্তা অধিদপ্তরের অভিযানে প্রতিষ্ঠানকে জরিমানা 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Oct 5, 2024 - 23:24
 0  2
ভোক্তা অধিদপ্তরের অভিযানে প্রতিষ্ঠানকে জরিমানা 

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে একতা টেডার্স নামক এক প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
আজ সকালে ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে শহরের চকবাজারে এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকারের ‌সরকারি পরিচালক সোহেল শেখ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যাটেলিয়ান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে প্রতি পিস ডিমের ধার্য মূল্য ১১.৮৭ টাকা থেকে বেশি দামে ডিম বিক্রয়, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা এবং ডিমের দামে কারসাজি করায় একতা ট্রেডার্সকে জরিমানা আরোপ করা হয়েছে। ডিমের ডিলার পয়েন্ট, পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। ডিমের খুচরা
সর্বোচ্চ মূল্য ১১.৮৭ টাকা সকল দোকানে মূল্য তালিকায় প্রদর্শন করা এবং ডিমের সরকারী মূল্য ভোক্তা পর্যায়ে বাস্তাবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও পেঁয়াজের দাম স্থিতিশীল আছে। পেঁয়াজ কৃষক পর্যায়ে ৯০ টাকা, খুচরা পর্যায়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow