ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ  পরিবর্তন

জান্নাত আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
Dec 27, 2024 - 18:20
 0  5
ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ  পরিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। নতুন তারিখ করা হয়েছে ১৮ জানুয়ারি।

দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিতব্য সম্মেলন সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল বর্তমান আহবায়ক কমিটি। অপর দিকে সম্মেলনে বিরোধীতা করে আসছিলো জেলা বিএনপি সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ একাংশের নেতা-কর্মীরা।
বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের কারনে অবশেষে সম্মেলনের তারিখ পিছিয়ে আগামী ১৮  জানুয়ারি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮ শে ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৮ ই জানুয়ারি ২০২৫ ইং তারিখে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এরআগে, আগামী ২৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণার পর সম্মেলন সফলে তৎপর ছিলো আহবায়ক কমিটির নেতা-কর্মীরা। সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সম্মেলন সফল করতে ৮ টি উপ-কমিটি গঠন করা হয়েছিলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow