ভ্রাতৃত্বের বন্ধনে অনন্য ঈদ উৎসব

ফরিদপুর প্রতিনিধিঃ
Apr 3, 2025 - 20:50
 0  9
ভ্রাতৃত্বের বন্ধনে অনন্য ঈদ উৎসব

"স্মৃতির গ্রামে, মিলি ভ্রাতৃত্বের বন্ধনে"—এই স্লোগানকে ধারণ করে ঈদ উৎসবে মেতেছিলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদিয়া গ্রামবাসী। ঈদের ছুটিতে শৈশবের স্মৃতিময় গ্রামে ফিরে এক ব্যতিক্রমী মিলনমেলার আয়োজন করেন তাঁরা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে জুঙ্গুরদিয়া সাবেক আভা মাঠে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় গ্রামের প্রবীণদের বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দিনটি শুরু হয়। পরে রঙিন টি-শার্ট পরিহিত গ্রামবাসী একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন, যা জুঙ্গুরদিয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে মূল অনুষ্ঠানের স্থলে ফিরে আসে।

উৎসবের প্রথম ভাগে ছাত্র ও পেশাজীবীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর শিশু-কিশোরদের হামদ-নাত, গজল, কোরআন তেলাওয়াত, কবিতা আবৃতিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। এ ছাড়া বয়সভিত্তিক দৌড়, বয়স্কদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা ও অন্যান্য আকর্ষণীয় ইভেন্টে অংশ নেন গ্রামের বিভিন্ন বয়সের মানুষ। এসব প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় আশপাশের গ্রামের মানুষও।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা, শরিয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসান বলেন, "কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের ছুটিতে শৈশবের স্মৃতিতে ফিরে যেতে আমরা এই আয়োজন করেছি। আমাদের লক্ষ্য, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা ও গ্রামবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। এবার থেকেই প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে। শুধু উৎসবই নয়, এ আয়োজনের মাধ্যমে গ্রামের গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করা হবে, যাতে আমাদের গ্রাম দেশের জন্য একটি রোল মডেল হয়ে উঠতে পারে।"

এমন ব্যতিক্রমী আয়োজনে শিশুসহ গ্রামের বয়োজ্যেষ্ঠরাও ছিলেন উচ্ছ্বসিত। তাঁরা বলেন, ঈদ উৎসবের মাধ্যমে হিংসা-বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নগরকান্দার ঐতিহ্যবাহী এম এন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান বাবলু, ডা. মঈনুল হাসান আবিদ, ডা. সাইফুল্লাহ্ আল নোমান, আব্দুল আওয়াল মিয়া, রেজাউল করিম সেলিম, মো. ফেরদৌস মুন্সি, মো. হেলাল উদ্দিন হেলাল, আজাদ মুন্সি, হোসাইন মাহমুদ, আরমান আহমেদ, ইখলাস মুন্সি, আয়ুব মুন্সি, রবিউল ইসলাম লিখন, এহসানুল হক, আশিকুর রহমান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow