ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাউখালীর কঁচা নদী থেকে এক লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কঁচা নদী থেকে সোমবার (২৮ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে পাচার হওয়া এক লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কাউখালী নৌ-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় রেনু পোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আয়নাল হক নামে একজনকে আটক করা হয়। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এবং মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পোনা পাচারে অভিযুক্ত ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করেন এবং পোনা জব্দ করা হয়। পরবর্তীতে ওই রেনু চিংড়ি পোনা কাউখালী উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, "গোপনে বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে চিংড়ি রেনু পোনা আহরণ করে পাচার করা হচ্ছে, যা আমাদের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের অভিযান ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে।"
তিনি আরও উল্লেখ করেন, "বছরের যেকোনো সময় চিংড়ি রেনু পোনা ধরা অবৈধ এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
What's Your Reaction?






