ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ইটভাটা থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায়

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুর
Mar 9, 2025 - 14:24
 0  4
ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ইটভাটা থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায়

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ৩টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, এবং পরিবেশ অধিদপ্তর, পিরোজপুর।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন, এবং ২ নম্বর বালিপাড়া ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো: রিয়াজুল ইসলাম।

অভিযানে মেসার্স আল-আমীন ব্রিকস (এবিআই), নেয়ামত ব্রিকস (এনবিআই), এবং কঁচা ব্রিকস ইন্ডাষ্ট্রিজ (কেবিআই)-কে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী বলেন, "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow