মধুখালী হতে ১৫২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jan 30, 2024 - 12:37
 0  13
মধুখালী হতে ১৫২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরের মধুখালী হতে অভিনব কায়দায় ১৫২ বোতল ফেনসিডিল বহন করার সময় দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এছাড়া ‌ মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে এক সংবাদ  বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়-  সোমবার(২৯ জানুয়ারী) বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪ লাখ ৫৬,হাজার টাকা‌ মূল্যমানের ১৫২  বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো-১। মোঃ জাবেদ আলী (৩৮), পিতা-মোঃ আবেদ আলী, সাং-দর্শনা কলেজ পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা ও ২। বাক প্রতিবন্ধি মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা-মোঃ নবী মিয়া, সাং-পুরাতন বাজার, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ এবং ১টি ব্যাগ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow