মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বালিয়াকান্দি আঞ্চলিক মহাসড়ক থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন— বোয়ালমারী উপজেলার চিতার বাজারের মৃত ইয়াসিন শেখের ছেলে মো. জহির শেখ (৫৫) এবং মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. মিজান (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, এক মধ্যবয়সী নারী মধুখালী বাসস্ট্যান্ড থেকে বালিয়াকান্দিগামী একটি ব্যাটারিচালিত অটোতে ওঠেন। কিছুদূর যাওয়ার পর, মথুরাপুর এলাকায় পৌঁছালে অটোতে থাকা এক ব্যক্তি তার মুখের সামনে একটি কাগজের টুকরা ধরার চেষ্টা করেন। এতে সন্দেহ হলে ওই নারী সতর্ক হয়ে যান।
আশাপুর শাহাদাত ক্লাব এলাকায় পৌঁছে তিনি জোরে চিৎকার দিয়ে অটো থেকে লাফ দেন। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মোটরসাইকেলে ধাওয়া করে অটোটিকে থামায়। পরে, অটোতে থাকা দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহায়তায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসী আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






