মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ১ ব্যক্তি নিহত
ফরিদপুরের মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল ৬-১০ মিনিটে মধুখালী উপজেলার বনমালীদিয়া সামনে ঢাকা হতে মাগুরা গামী মালামাল বোঝাই ট্রাক যশোর -ট ১১-৫৫৫৪ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে এতে ট্রাকের ড্রাইভার মোঃ জোবায়েদ মিয়া(২৮) নিহত হন। এ ঘটনায় ট্রাকের হেল্পার ফরিদ হোসেন (১৭) আহত হয়। উক্ত হেলপার কে স্থানীয় লোকজন উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য ট্রাক ড্রাইভার এর পরিবর্তে হেল্পার গাড়ি চালাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। করিমপুর হাই ওয়ে থানা পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি রাস্তার পাশে সরিয়ে নেয় ও উক্ত ড্রাইভারের লাশ উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?